পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা ইয়াবা বড়ি। ছবি : বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা-পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৯০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রোববার (১ ডিসেম্বর) দিবাগত রাতে দোয়ারাবাজার থানাধীন আজমপুর গ্রামের নিজ বাড়ি থেকে আসামি মো. আঙ্গুর মিয়াকে (৩৮) গ্রেপ্তার করা হয়।

দোয়ারাবাজার থানা-পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।