ময়মনসিংহের কোতোয়ালি থানা এলাকায় অটোরিকশার চালক আকাশ মিয়া (২০) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যায় জড়িত দুজনকে গ্রেপ্তার এবং ছিনতাই করা অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার (২৯ নভেম্বর) ভোরের দিকে রাজধানীর খিলগাঁও থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আসামি মো. রবিন মিয়া (১৯) ও মো. মিলনকে (২০) গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানা-পুলিশ জানায়, গত ২৬ নভেম্বর রাতে কোতোয়ালি থানাধীন চর সিরতা এলাকা থেকে অটোরিকশার চালক আকাশের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র ও ভুক্তভোগীর মোবাইল ফোন ঘটনাস্থল থেকে জব্দ করা হয়। এ ঘটনায় হত্যা মামলা করা হয়।
তদন্তের এক পর্যায়ে শুক্রবার ভোরে রাজধানীর খিলগাঁও গার্লস স্কুলের পেছনের বস্তি থেকে আসামি রবিন এবং অপর একটি বস্তি থেকে প্রধান আসামি মিলনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের ভালুকা থানাধীন জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার একটি গ্যারেজ থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি মেয়ের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগী আকাশ ও আসামি মিলনের দ্বন্দ্ব শুরু হয়। এতে ক্ষিপ্ত হয়ে আকাশকে হত্যার পরিকল্পনা করেন মিলন। পরিকল্পনা অনুযায়ী ২৬ নভেম্বর রাতে আকাশকে অটোরিকশা নিয়ে ঘটনাস্থলে আসতে বলেন মিলন ও রবিন। সেখানে আসার এক পর্যায়ে আকাশকে গলা কেটে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যান আসামিরা।
গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কোতোয়ালি থানা-পুলিশ।