পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা ইয়াবা বড়ি। ছবি : বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামের রৌমারী থানা-পুলিশের অভিযানে ৩৩০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) রাতে রৌমারী থানাধীন যাদুরচর ইউনিয়নের সায়দাবাদ বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি মো. লোকমান হোসেন কাজলের (৪২) বাড়ি ঢাকার নবাবগঞ্জ থানা এলাকায়।

রৌমারী থানা-পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।