মৌলভীবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২১০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার কমলগঞ্জ থানাধীন চৈত্রঘাট বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি সত্য দেবনাথের (৪১) বাড়ি কমলগঞ্জ থানাধীন রহিমপুর ইউনিয়নের দক্ষিণগ্রামে।
ডিবি মৌলভীবাজারের উপপরিদর্শক (এসআই) আবু নাইয়ুম মিয়া জানান, আসামির বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।