বরগুনার আমতলী থানা-পুলিশের অভিযানে ১৪টি গরুসহ আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) ভোরে আমতলী থানাধীন আঠারগাছিয়া চাউলা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি লিটন ঢালীর (৩৭) বাড়ি পটুয়াখালী সদর থানা এলাকায়। তাঁর বিরুদ্ধে তিনটি মামলা বিচারাধীন।
আমতলী থানা-পুলিশ জানায়, শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম আমতলী এলাকার মো. লুৎফর হাওলাদারের (৭০) বাড়ি থেকে চারটি গরু চুরি যায়। এ ঘটনায় মামলা করেন তিনি। তদন্তের এক পর্যায়ে আঠারগাছিয়া চাউলা বাজার থেকে চারটি গরুসহ আসামিকে গ্রেপ্তার করা হয়।
পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ১০টি গরু উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামি আন্তঃজেলা গরু চোর চক্রের সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আমতলী থানা-পুলিশ।