
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে রোববার (১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ বাহারুল আলম বিপিএম।
পরিদর্শনকালে আইজিপি আহতদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের চিকিৎসার খোঁজ নেন। এ ছাড়া কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে আহতদের চিকিৎসার বিষয়ে কথা বলেন তিনি।
আন্দোলনে অংশ নেওয়া সবার বীরোচিত ভূমিকার কথা উল্লেখ করে আইজিপি বলেন, তাঁদের অবদানের জন্যই জনগণ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে।
আইজিপিকে কাছে পেয়ে আহতদের অনেকেই তাঁদের অনুভূতি প্রকাশ করেন। আইজিপি মনোযোগ দিয়ে তাঁদের কথা শোনেন। এ সব দুঃখজনক ঘটনায় দায়ের করা মামলা দ্রুত তদন্তের প্রতিশ্রুতি দেন তিনি।
পুলিশপ্রধান বলেন, বাংলাদেশ পুলিশ ছাত্র-জনতার প্রত্যাশা অনুযায়ী জন-আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ।
নিটোরের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনান, সংশ্লিষ্ট চিকিৎসক এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।