পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা অস্ত্র ও গুলি। ছবি : বাংলাদেশ পুলিশ

কক্সবাজারের মহেশখালী থানা-পুলিশের অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) ভোরের দিকে মহেশখালী থানাধীন বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি মো. সাজেদের (২৬) বাড়ি মহেশখালী থানা এলাকায়।

মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান জানান, আসামির কাছ থেকে একটি রাইফেল, দুটি বন্দুক, একটি এলজি ও ১০টি গুলি জব্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।