খুলনা রেলওয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৬৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) ভোরে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে অবস্থানরত নকশিকাঁথা ট্রেন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন মো. আলমগীর হোসেন ও মো. রিপন হোসেন।
খুলনা রেলওয়ে ডিবির উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।