জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো. মহসিন। ছবি : বাংলাদেশ পুলিশ

জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক ও অধিনায়ক মো. মহসিন (৬১) নিখোঁজ হয়েছেন। হারিয়ে যাওয়ার সময় তাঁর পরনে ছিল নীল গেঞ্জি ও সাদা-কালো চেক ট্রাউজার।

রমনা থানা-পুলিশ জানায়, রাজধানীর মালিবাগের নিজ বাসা থেকে গত ২৯ আগস্ট কাউকে না জানিয়ে বেরিয়ে যান মহসিন। এরপর আর বাসায় ফেরেননি। দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন ৯০ দশকের এই বিখ্যাত ফুটবলার। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে গত ৫ সেপ্টেম্বর রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন নিখোঁজের বোন রুমা ফেরদৌসী।

কেউ ছবিতে প্রদর্শিত নিখোঁজ ফুটবলার মো. মহসিনের সন্ধান জেনে থাকলে রমনা থানার তদন্ত কর্মকর্তা এসআই মো. মিজানুর রহমান (০১৭১১-৩১৫৮২৬) অথবা ওসির (০১৩২০-০৩৯৪৯২) সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হলো।