কেএমপি পুলিশ লাইনস মাঠে আন্তবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আন্তবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে শুরু হয়েছে।

নগরীর পুলিশ লাইনস মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার।

কেএমপি কমিশনার বলেন, একজন মানুষকে সুস্থ থাকতে হলে অবশ্যই শারীরিকভাবে ফিট থাকতে হয়। এ ক্ষেত্রে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা আমাদের মানসিক বিকাশ ঘটানোর পাশাপাশি দৈহিক বিকাশ ঘটায়।

পুলিশ সদস্যদের মধ্যে কর্মোদ্দীপনা বাড়াতে এবং মানসিকভাবে উজ্জীবিত করতে তিনি ক্রিকেটের পাশাপাশি ফুটবল, ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজনের নির্দেশনা দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কেএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।