রাজধানীর উত্তরায় টায়ারের দোকানে চুরির ঘটনায় ১২টি মামলার আসামি মো. রনি ওরফে গলাকাটা রনিকে (২৫) গ্রেপ্তার করেছে ডিএমপির বিমানবন্দর থানা-পুলিশ।
গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উত্তরার ১ নম্বর সেক্টর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রনি একজন পেশাদার চোর। তাঁর বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী ও চকবাজার থানা এবং ভোলার লালমোহন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ ১২টি মামলা রয়েছে।
বিমানবন্দর থানা-পুলিশ জানায়, গত ১২ সেপ্টেম্বর ভোরের দিকে উত্তরার জসিমউদ্দিন রোডের একটি টায়ারের দোকানে দুর্ধর্ষ চুরি হয়। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা দোকানের কেচি গেইট ও সাটার কেটে ৩৭টি টায়ার, ৪৩টি ব্যাটারি ও এক হাজার টাকা চুরি করে নিয়ে যান। এ ঘটনায় দোকানের মালিক মো. ইউনুস খান গত ১৫ সেপ্টেম্বর বিমানবন্দর থানায় মামলা করেন।
মামলা তদন্তকালে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ও প্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করা হয়। পরে উত্তরার ১ নম্বর সেক্টর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।