চাঁদপুরের মতলব উত্তর থানা-পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর সদর ক্যাম্প থেকে মতলব উত্তরে এই অভিযান চালানো হয়।
মতলব উত্তর থানা-পুলিশ জানায়, আসামিদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা, দুটি ফোন, বিভিন্ন দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অভিযানে আটক কিশোর গ্যাংয়ের ছয়জনকে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে মতলব উত্তর থানা-পুলিশ।