ডিএসসিএসসি কোর্স সম্পন্ন করা তিন পুলিশ কর্মকর্তা । ছবি : বাংলাদেশ পুলিশ

সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কোর্স-২০২৪ সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন বাংলাদেশ পুলিশের তিন কর্মকর্তা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুর সেনানিবাসের ডিএসসিএসসি মিলনায়তনে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ওএসপি, এসজিপি, পিএসসি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্র্যাজুয়েশন (পিএসসি) সনদ বিতরণ করেন।

সফলভাবে কোর্স সম্পন্ন করা পুলিশের তিন কর্মকর্তা হলেন পুলিশ সুপার ফাহমিদা হক শেলী, পুলিশ সুপার শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম এবং পুলিশ সুপার মো. সুমন মিয়া।

চলতি বছর ডিএসসিএসসি কোর্স ২০২৪-এ বাংলাদেশ সেনাবাহিনীর ১৪১ জন কর্মকর্তা, বাংলাদেশ নৌবাহিনীর ৪০ জন কর্মকর্তা, বাংলাদেশ বিমান বাহিনীর ২৬ জন কর্মকর্তা, বাংলাদেশ পুলিশের তিনজন কর্মকর্তা এবং চীন, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, জর্ডান, কেনিয়া, কুয়েত, লাইবেরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, সৌদি আরব, সিয়েরা লিওন, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ সুদান, শ্রীলঙ্কা, তানজানিয়া, তুরস্ক, উগান্ডা ও জাম্বিয়া থেকে আগত ৫৭ জন কর্মকর্তাসহ সবর্মোট ২৬৭ জন অংশ নেন। চলতি বছর ১৩ জন নারী কর্মকর্তা গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।