পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা গাঁজা। ছবি : বাংলাদেশ পুলিশ

পিরোজপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত সোমবার (২৫ নভেম্বর) রাতে পিরোজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কুমিরমারা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন বরিশালের বাকেরগঞ্জ থানা এলাকার বিদ্যুৎ ঘোষ (৩৫) এবং পিরোজপুরের কাউখালী থানা এলাকার মো. সাইদুল ইসলাম সাকিব (২০)।

ডিবি পিরোজপুরের উপপরিদর্শক (এসআই) রবিন রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।