যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা দিতে আসা তিন ভুয়া পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
বুধবার (২৭ নভেম্বর) সকালে যশোরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ কেন্দ্র থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন জামালপুরের সরিষাবাড়ী থানা এলাকার মো. শিপন মিয়া রাসেল (২২), শেরপুরের শ্রীবরদী থানা এলাকার মো. শামীমুল হক (৩০) এবং নেত্রকোনা সদর থানা এলাকার মো. সরোয়ার হোসেন (২৮)।
পুলিশ জানায়, বুধবার সকালে প্রবেশপত্র দেখিয়ে কেন্দ্রে প্রবেশ করছিলেন পরীক্ষার্থীরা। প্রবেশপত্র যাচাই-বাছাইকালে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তাঁরা একটি চক্রের হয়ে ভাড়ায় কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা দিতে এসেছেন। মূলত টাকার বিনিময়ে একটি বিশেষ চক্রের হয়ে দেশের বিভিন্ন স্থানে নিয়োগ পরীক্ষা দিয়ে থাকেন। পরীক্ষার্থীর মূল প্রবেশপত্রে বিশেষ কায়দায় স্ক্যান করে নিজেদের ছবি বসিয়ে পরীক্ষা দিয়ে থাকেন তাঁরা।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের কাছ থেকে তিনটি প্রবেশপত্র জব্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।