পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের অভিযানে ৯ হাজার ৯০০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ভাটারা থানাধীন বারিধারা সংলগ্ন প্রগতি সরণি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. হারুন অর রশিদ (৫৩)। তবে তাঁর সহযোগী মো. মনির হোসেন পালিয়ে গেছেন।

ডিবি ওয়ারী বিভাগ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ আসামি হারুনকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর সহযোগী মনির পালিয়ে গেছেন। মনিরের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন হারুন।

ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, আসামিদের বিরুদ্ধে ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।