বেলুন উড়িয়ে খুলনা বিভাগীয় বইমেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। ছবি : বাংলাদেশ পুলিশ

জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বরে মঙ্গলবার (২৬ নভেম্বর) খুলনা বিভাগীয় বইমেলার উদ্বোধন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ এবং বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দার।

এ সময় কেএমপি কমিশনার বলেন, বই শুধু মানুষের মানবিক মূল্যবোধ জাগ্রত করে না, বরং চিত্তের বিনোদন এবং অন্তরের খোরাক জুগিয়ে মানসিক উৎকর্ষ সাধন করে। পাশাপাশি বই সৃজনশীল মানসিকতা গঠনের অন্যতম হাতিয়ার। বর্তমানে যুব সমাজকে মাদকের ভয়াল থাবা দিন দিন গ্রাস করছে। এ ছাড়া স্মার্টফোনের ব্যবহার উদ্বেগজনক হারে বেড়েছে। আমাদের সন্তানরা যেন মাদক ও ফোনে আসক্ত হয়ে বই পড়ার অভ্যাস থেকে দূরে সরে না যায়, সে জন্য অভিভাবকদের সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হুসাইন শওকত। খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান; সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আব্দুল মোক্তাদের; খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম; জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম; খুলনার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এ সময় উপস্থিত ছিলেন।