নোয়াখালীর সেনবাগ থানা-পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন সেনবাগের নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া (৪২) ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম (৩৭)।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, গত ১৬ সেপ্টেম্বর ও ২৩ নভেম্বর আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।