অবৈধ জাল আগুনে পোড়ানো হচ্ছে। ছবি : বাংলাদেশ পুলিশ

চাঁদপুর নৌ থানা-পুলিশের অভিযানে ৩ লাখ ৪০ হাজার ৯০০ মিটার কারেন্ট জাল এবং ৭০ কেজি মাছ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) নৌ পুলিশ জানায়, চাঁদপুর নৌ থানার আওতাধীন নদী থেকে এসব জাল ও মাছ জব্দ করা হয়।

জব্দ করা জালের আনুমানিক দাম ১ কোটি ২ লাখ ২৭ হাজার টাকা এবং মাছের দাম ৩৫ হাজার টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছ অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।

অভিযানে আটক ছয়জনের বিরুদ্ধে চাঁদপুর সদর থানায় মৎস্য সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।