ঝালকাঠিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ২০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
গত রোববার (২৪ নভেম্বর) রাতে ঝালকাঠির পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি উজ্জ্বল কুমার রায় ফলাফল ঘোষণা করেন।
এ সময় উত্তীর্ণদের ফুল দিয়ে বরণ করেন পুলিশ সুপার। হয়রানি, সুপারিশ ও ঘুষ ছাড়া পুলিশের চাকরি পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তাঁরা।
পুলিশ সুপার বলেন, নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে আজ ২০ জন তরুণ-তরুণী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। তাঁরা সবাই নিজেদের যোগ্যতায় ও মেধায় উত্তীর্ণ হয়েছেন। মনোনীতদের মধ্যে এতিম, নৈশপ্রহরী, কৃষক, দিনমজুর ও নিরাপত্তারক্ষীর সন্তান রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. মুকিত হাসান খাঁন ও সহকারী পুলিশ সুপার রেজওয়ানা কবির প্রিয়া এ সময় উপস্থিত ছিলেন।