জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ৫০ ফুট উঁচু বৈদ্যুতিক খুঁটির ওপর থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবককে উদ্ধার করেছে ধামরাই ফায়ার সার্ভিস।
রোববার (২৪ নভেম্বর) জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার ঢাকার ধামরাইয়ের পাঁচপীরের মাজার এলাকা থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, মো. মমিন মিয়া (২৫) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবক ৫০ ফুট উঁচু বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারে বসে আছেন।
আনোয়ার সাত্তার জানান, জাতীয় জরুরি সেবার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি ধামরাই ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে।