রাজধানীর উত্তরায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা-পুলিশ।
রোববার (২৪ নভেম্বর) দুপুরে উত্তরা পূর্ব থানাধীন আইচি মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশের তুরাগ নদীর তীর থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
উত্তরা পূর্ব থানা-পুলিশ জানায়, উদ্ধার করা পিস্তলটি জাপানে তৈরি। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।