খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানার অভিযানে ২ বোতল বিদেশি মদসহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার (২৩ নভেম্বর) নগরীর খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন জিরোপয়েন্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি প্রসেনজিৎ সরকারের (৩৬) বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায়।
হরিণটানা থানা-পুলিশ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।