ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ চেকপোস্ট অভিযান চলাকালে ৯ হাজার ৬০০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে উত্তরা পূর্ব থানা-পুলিশ।
শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আব্দুল্লাহপুর থেকে আসামি মো. সরোয়ার কামালকে (২৭) গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে।
উত্তরা পূর্ব থানা-পুলিশ জানায়, আব্দুল্লাহপুরে ডিএমপির উত্তরা বিভাগের বিশেষ চেকপোস্ট কার্যক্রম চলছিল। সন্ধ্যার দিকে সন্দেহভাজন হিসেবে কামালকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর ব্যাগে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় ৯ হাজার ৬০০টি ইয়াবা বড়ি। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।