নওগাঁ শহরের যানজটের চিত্র। ছবি : সংগৃহীত

নওগাঁ শহরের যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসন, পুলিশ, পৌর কর্তৃপক্ষ ও রিকশা মালিক-শ্রমিকদের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান শুরু হয়েছে।

গত বৃহস্পতিবার (২১নভেম্বর) থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। শহরে প্রবেশের প্রধান আটটি মোড়ে অবৈধ যানবাহনে চলছে পুলিশি তল্লাশি।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আফজাল হোসেন জানান, শহরের প্রবেশদ্বার তাজের মোড়, কালীতলা, পাটালীর মোড়, ইদুর বটতলী, বিজিবি ব্রিজ, শিবপুর ব্রিজ, বরুনকান্দি ও আব্দুল জলিল শিশুপার্ক মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্টগুলোতে দুজন পুলিশ সদস্য, দুজন ছাত্র সমন্বয়ক, চারজন রোভার স্কাউট সদস্য এবং দুজন রিকশামালিক শ্রমিক প্রতিনিধিসহ মোট ১২ জন করে কাজ করছেন। প্রতিটি মোড়ে অনিবন্ধিত যানবাহন তল্লাশি করা হচ্ছে। বৈধ কাগজপত্র না থাকা যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ব্যাটারিচালিত রিকশা ও টমটম শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এতে শহরের যানজট অনেকাংশে কমেছে।

নওগাঁ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক টি এম এ মমিন জানান, শহরে বৈধ যানবাহনের সংখ্যা চার হাজার। কিন্তু প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অন্তত ১০ হাজার রিকশা ও ব্যাটারিচালিত যানবাহন শহরে প্রবেশ করে। এই দুর্ভোগ কমাতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল ও পুলিশ সুপার কুতুব উদ্দিনের দিকনির্দেশনায় যানবাহন নিয়ন্ত্রণসহ বিশেষ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈধ চালকদের চিহ্নিত করতে বিশেষ ধরনের জ্যাকেট দেওয়া হচ্ছে।

পুলিশ সুপার কুতুব উদ্দিন বলেন, নওগাঁর দীর্ঘদিনের সমস্যা যানজট। এই সমস্যা দূর করতে জেলা প্রশাসন ও পুলিশের উদ্যোগে এবং পৌর কর্তৃপক্ষ ও রিকশা মালিক-শ্রমিক নেতাদের সমন্বয়ে একাধিক বৈঠক হয়েছে। বৈঠকে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন স্টেকহোল্ডারের পরামর্শ নিয়ে একটি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। সবার সার্বিক সহযোগিতা নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। এরই মধ্যেই শহরবাসী এর সুফল পেতে শুরু করেছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, অভিযানের ধারাবাহিকতা সফলভাবে বাস্তবায়ন হলে যানজটমুক্ত হবে নওগাঁ শহর। এ জন্য প্রশাসনের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষকে সার্বিক সহযোগিতা করতে হবে।