পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

পেটে ইয়াবা বড়ি ভরে পাচারকালে এক কারবারিকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা-পুলিশ।

গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে নগরীর ঠিকরাবন্দ পল্লীবিদ্যুৎ অফিসের সামনে একটি বাস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি মো. উজ্জল শেখের (৪২) বাড়ি নড়াইলের লোহাগড়া থানা এলাকায়।

লবণচরা থানা-পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে একটি বাসে তল্লাশি চালিয়ে ৬০০টি ইয়াবা বড়িসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। কিছুক্ষণ পর তিনি অসুস্থ বোধ করেন। পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে তাঁর এক্সরে করানো হয়। এতে তাঁর পেটে বেশ কয়েকটি পোটলা দেখতে পান চিকিৎসক। এরপর চিকিৎসকের দেওয়া ওষুধ খাওয়ার পর তাঁর মলদ্বার দিয়ে ৩৩টি পোটলা বের হয়। এসব পোটলা থেকে ১ হাজার ৬৫০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ।