পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা ইয়াবা বড়ি। ছবি : বাংলাদেশ পুলিশ

কিশোরগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৮০০টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) ভোরে ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড়া সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন সিলেটের গোয়াইনঘাট থানা এলাকার মো. তাজুল ইসলাম (২৪) এবং জৈন্তাপুর থানা এলাকার ডালিম আহম্মদ (৩০)।

ডিবি কিশোরগঞ্জের উপপরিদর্শক (এসআই) মো. মোবারক হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানোর সময় আসামিরা পালানোর চেষ্টা করেন। এ সময় ইয়াবা বড়িসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।