চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও সাতটি গুলিসহ তিনজন আগ্নেয়াস্ত্র কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে চান্দগাঁও থানাধীন টেকবাজার পুল এলাকার একটি ভবন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন মিদোক মারমা (৪২), উহলাঞো মারমা (৪০) ও মুইচিং মারমা (২৩)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, বান্দরবানসহ বিভিন্ন এলাকা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে চট্টগ্রাম নগরীসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করতেন আসামিরা। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।