পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

চাঁদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৩০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর থানাধীন পূর্ব ফতেপুর ইউনিয়নের এনায়েতনগর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি কালু বেপারীর (৩৫) বাড়ি মতলব উত্তর থানাধীন বিনন্দপুর গ্রামে।

ডিবি চাঁদপুরের উপপরিদর্শক (এসআই) মাজহারুল হক জানান, আসামির বিরুদ্ধে মতলব উত্তর থানায় মামলা করা হয়েছে।