রাজধানীর দক্ষিণ বাড্ডায় ফেরি করে গাঁজা বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা-পুলিশ।
বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাতে দক্ষিণ বাড্ডার শিমুলতলা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন মো. ইয়াসিন শিকদার (২৭), মো. মাসুদ রানা (৩২) ও মো. সাইফুল ইসলাম ওরফে সানি (৩৪)। ইয়াসিনের নামে চারটি, মাসুদের নামে সাতটি ও সাইফুলের নামে পাঁচটি মাদক মামলা আছে।
বাড্ডা থানা-পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে গাঁজাসহ তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।