পুলিশি হেফাজতে আসামিরা এবং উদ্ধার করা মোটরসাইকেল। ছবি : বাংলাদেশ পুলিশ

চোরাই মোটরসাইকেল কেনা-বেচার সময় দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগ। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি মোটরসাইকেল।

বুধবার (২০ নভেম্বর) রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকা থেকে আসামি মো. সরোয়ার মৃধা (২০) ও মো. আবীরকে (১৯) গ্রেপ্তার করা হয়।

ডিবির ওয়ারী জানায়, গ্রেপ্তার আসামিরা চোরাই মোটরসাইকেল কেনা-বেচা চক্রের সক্রিয় সদস্য। দেশের বিভিন্ন এলাকা থেকে চোরাই মোটরসাইকেল এনে কেনা-বেচা করতেন তাঁরা। যাত্রাবাড়ী থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।