রাজধানীর কুখ্যাত সন্ত্রাসী সুমন মিয়া ওরফে কাইল্লা সুমনকে (৪২) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা-পুলিশ।

গত বুধবার (২০ নভেম্বর) রাতে রাজধানীর পুরান ঢাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সুমনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণসহ ২০টির বেশি মামলা আছে।

মোহাম্মপুর থানা-পুলিশ জানায়, কাইল্লা সুমন মোহাম্মদপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী। বিগত আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতাদের ছত্রছায়ায় সহযোগীদের নিয়ে মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বিঘ্নে অপরাধ করে এসেছেন সুমন। এ ছাড়া উঠতি বয়সের যুবক ও কিশোরদের মাদকসহ বিভিন্ন অপরাধে সম্পৃক্ত করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। এরই ধারাবাহিকতায় সুমন ও তাঁর সহযোগীরা গত ১৯ জুলাই ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অবৈধ অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালান। এতে তিনজন নিহত হন এবং বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। এসব ঘটনায় তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় তিনটি মামলা হয়েছে।

পুলিশ জানায়, তদন্তের এক পর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় পুরান ঢাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।