সুনামগঞ্জের মধ্যনগর থানা-পুলিশের অভিযানে ৯২টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে মধ্যনগর থানাধীন ভোলাগঞ্জ সর্বজনীন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি জাহাঙ্গীর আলমের (১৯) বাড়ি মধ্যনগর থানাধীন গোলগাঁও গ্রামে।
মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউছুব আলী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।