পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির খিলগাঁও থানা-পুলিশ।

গত মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে খিলগাঁও থানাধীন উত্তর গোড়ান এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আসামি মো. সোহাগ (২৩) খিলগাঁও ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

খিলগাঁও থানা-পুলিশ জানায়, গত ৪ আগস্ট বিকেলে খিলগাঁও আবাসিক এলাকার পল্লীমা স্কুলের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ দেন ভুক্তভোগী মো. সোহেল। এ সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলি চালান আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এতে সোহেল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় গত ৫ অক্টোবর খিলগাঁও থানায় মামলা করেন তিনি।

ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ছাত্রলীগ নেতা সোহাগকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।