পুলিশি হেফাজতে আসামিরা এবং উদ্ধার করা অটোরিকশা ও ব্যাটারি। ছবি : বাংলাদেশ পুলিশ

পিরোজপুরের মঠবাড়িয়া থানা-পুলিশের অভিযানে অটোরিকশা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি অটোরিকশা ও দুটি ব্যাটারি।

গত সোমবার (১৮ নভেম্বর) মঠবাড়িয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন মঠবাড়িয়া থানা এলাকার সোহেল শিকদার (২৩) ও মো. মিরাজ (২৮)।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গত ১৬ নভেম্বর রাত ৮টার দিকে মঠবাড়িয়া থানাধীন হাসপাতাল রোডে অটোরিকশা রেখে বেকারির দোকানে যান ভুক্তভোগী মো. শাহাদাৎ হাওলাদার (৪৪)। ফিরে এসে দেখতে পান অটোরিকশাটি নেই। এ ঘটনায় মামলা করেন তিনি।

ওসি জানান, তদন্তের এক পর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় অটোরিকশাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।