যশোরের মণিরামপুর থানা-পুলিশের অভিযানে আটটি গাঁজা গাছসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে মণিরামপুর থানাধীন চান্দুয়া গ্রামের নিজ বাড়ি থেকে গাঁজা গাছসহ আসামি রোস্তমকে (৪৪) গ্রেপ্তার করা হয়।
মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) অরুপ কুমার বসু জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।