পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীতে বৈষম্যবিরোধী আন্দোলনে আকরাম খান রাব্বি নামের একজনকে হত্যার অভিযোগে করা মামলায় শ্রমিক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা-পুলিশ।

সোমবার (১৮ নভেম্বর) রাতে পল্লবী থানাধীন বাউনিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আসামি বাবুল হোসেন (৫৮) পল্লবী থানা শ্রমিক লীগের সভাপতি।

পল্লবী থানা-পুলিশ জানায়, গত ১৯ জুলাই বিকেলে পল্লবী থানাধীন মিরপুর-১০ নম্বরের আবুল তালেব স্কুলের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলি চালান আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। রাস্তা পারাপারের সময় আকরাম গুলিতে গুরুতর আহত হন। তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আকরামের বাবা গত ২৫ আগস্ট পল্লবী থানায় হত্যা মামলা করেন।

ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, তদন্তকালে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামি বাবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।