পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

কিশোরগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ২০৬টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত সোমবার (১৮ নভেম্বর) পাকুন্দিয়া ও করিমগঞ্জ থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন পাকুন্দিয়া থানা এলাকার শাহা কুতুব ওরফে আশিক (২৪) এবং করিমগঞ্জ থানা এলাকার মো. বাবুল মিয়া (৪৫)।

ডিবি কিশোরগঞ্জের উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, সোমবার বিকেলে পাকুন্দিয়া থানাধীন জুনাইল এলাকা থেকে ১০১টি ইয়াবা বড়িসহ আশিককে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ডিবি কিশোরগঞ্জের উপপরিদর্শক (এসআই) মো. রমজান আলী জানান, সোমবার রাতে করিমগঞ্জ থানাধীন জয়কা বাজার মোড়ের পাড়াকুল
এলাকা থেকে ১০৫টি ইয়াবা বড়িসহ বাবুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।