পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

চাঁদপুর সদর থানা-পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রোববার (১৭ নভেম্বর) সদর থানাধীন বিষ্ণুপুর ও উত্তর শ্রীরামদী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন চাঁদপুর সদর থানা এলাকার মো. বারেক হাওলাদার (৩৮) ও মো. শাহজালাল।

চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, আসামি বারেক দুই বছরের সাজাপ্রাপ্ত। অন্যদিকে শাহজালাল ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামি। সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।