উদ্ধার করা শিবলিঙ্গ। ছবি : বাংলাদেশ পুলিশ

ময়মনসিংহে শিবমন্দির থেকে চুরি যাওয়ার ১২ ঘণ্টার মধ্যে একটি শিবলিঙ্গ উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ।

গত রোববার (১৭ নভেম্বর) রাতে টাঙ্গাইল সদর থানাধীন দাইন্না চৌধুরী বাগিল এলাকা থেকে শিবলিঙ্গসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি প্রশান্ত কর্মকারের (৩৩) বাড়ি টাঙ্গাইল সদর থানা এলাকায়।

কোতোয়ালি থানা-পুলিশ জানায়, গত রোববার দুপুরে কোতোয়ালি থানাধীন থানাঘাট সংলগ্ন শিবমন্দির থেকে একটি শিবলিঙ্গ চুরি হয়। তথ্য ও প্রযুক্তির সহায়তায় মাত্র ১২ ঘণ্টার মধ্যে শিবলিঙ্গটি উদ্ধার এবং আসামিকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট আইনে মামলা করে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।