বেনাপোল আন্তঃনগর ট্রেন থেকে ৭২ বোতল ফেনসিডিল জব্দ করেছে রাজবাড়ী রেলওয়ে পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজবাড়ী রেলওয়ে স্টেশনে অবস্থানরত বেনাপোল আন্তঃনগর ট্রেন থেকে এসব ফেনসিডিল জব্দ করা হয়।
রাজবাড়ী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাজল সরকার জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।