পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা মদ। ছবি : বাংলাদেশ পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানার অভিযানে ৩০ বোতল মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে ওয়ারী থানাধীন তাহেরবাগ লেনের একটি বাসা থেকে আসামি মো. স্বপন ফরাজীকে (৪৪) গ্রেপ্তার করা হয়।

ওয়ারী থানা-পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় স্বপনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে জব্দ করা হয় ৩০ বোতল মদ।

ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে মদ সংগ্রহ করে রাজধানীতে বিক্রির কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।