রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২৪ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) ভোরে রাজশাহীর গোদাগাড়ী মডেল থানাধীন সাহাব্দিপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা এলাকার মো. মাসুম (২১), মো. হোসেন আলী (৩২) ও মো. কামাল (৩৮)।
ডিবি রাজশাহীর উপপরিদর্শক (এসআই) নাছিম উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ট্রাকে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় ২৪ কেজি গাঁজা।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।