নোয়াখালীর চরজব্বার থানা-পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আটজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) চরজব্বার থানা-পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা হয়েছিল।
গ্রেপ্তার আসামিরা হলেন চরজব্বার থানা এলাকার মো. সাইফুল ইসলাম (২০), সমির চন্দ্র মজুমদার (৫০) ও গোফরান উদ্দিন চৌধুরী (২৪) এবং সুধারাম থানা এলাকার মো. শাহাদাত হোসেন (২৪), সাহারিয়ার হাসান সাজিদ (১৯), আবির হোসেন নাদিম (১৮), আলতাফ হোসেন (২০) ও মো. লিটন (৪৫)।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।