জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দুর্ঘটনাকবলিত গাড়িতে আটকে পড়া তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশন।
রোববার (১৭ নভেম্বর) জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে মাদারীপুর সদর থানাধীন সমাদ্দার ব্রিজ থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, ঘটনাস্থলে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে একটি মাইক্রোবাস সড়কের পাশের গাছে ধাক্কায় খেয়ে দুমড়েমুচড়ে গেছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারে সহায়তা প্রয়োজন।
আনোয়ার সাত্তার জানান, জাতীয় জরুরি সেবার পক্ষ থেকে বিষয়টি মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশনকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস থেকে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে চিত্রনায়ক রুবেলও ছিলেন। আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।