কক্সবাজারের টেকনাফে অপহরণ চক্রের হোতা কুখ্যাত ডাকাত বদরুদ্দোজা ওরফে বদরুজকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে আটটি মামলা আছে।
গত শনিবার (১৬ নভেম্বর) টেকনাফ থানাধীন উত্তর শীলখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে টেকনাফের বাহারছড়া ও হোয়াইক্যং এলাকায় লোকজনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিলেন বদরুজ। তিনি ছিলেন ওই অপহরণ চক্রের হোতা।
তিনি জানান, অপহরণে ব্যবহৃত অস্ত্র রাখা হতো বদরুজের সহযোগী ডাকাত জলিলের বাড়িতে। পরে সেখান থেকে জব্দ করা হয় দুটি ওয়ান শুটার গান, একটি বন্দুক, তিনটি কার্তুজ, দুটি কিরিচ, একটি রামদা ও একটি কুড়াল। বদরুজের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।