মায়ের কোলে ভুক্তভোগী শিশু। ছবি : বাংলাদেশ পুলিশ

অপহরণের শিকার তিন বছরের এক শিশুকে উদ্ধার করেছে নোয়াখালীর চাটখিল থানা-পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তিন অপহরণকারীকে।

শনিবার (১৬ নভেম্বর) মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা এলাকায় অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে গ্রেপ্তার এবং অপহৃতকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা এলাকার রোমান (২৫) ও সোনিয়া আক্তার (১৯) এবং চাঁদপুরের কচুয়া থানা এলাকার মো. শাহরিয়া হাসান (২৫)।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, ভুক্তভোগী শিশুকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।