ছিনতাই হওয়া অটোরিকশাসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা-পুলিশ।
শনিবার (১৬ নভেম্বর) ভোরের দিকে রূপনগর থানাধীন ইস্টার্ন হাউজিংয়ের ঘরোয়ার মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন মো. মাসুদ রানা (২৪), মো. ইব্রাহীম (২৫) ও মাকসুদ (২১)। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা আছে।
মিরপুর মডেল থানা-পুলিশ জানায়, ভুক্তভোগী রিপন মিয়া (২১) একজন শারীরিক প্রতিবন্ধী। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে মিরপুর ১২ নম্বর থেকে তিনি অটোরিকশা নিয়ে বের হন। সকাল সোয়া ৬টার দিকে মিরপুর ২ নম্বরের লাভ রোডের কেন্দ্রীয় মন্দিরের সামনে তিনজন যাত্রী তাঁর অটোরিকশায় চড়েন। কিছুক্ষণ পর রিপনকে অস্ত্রের মুখে জিম্মি করে অটোরিকশা নিয়ে পালিয়ে যান আসামিরা। এ ঘটনায় মিরপুর থানায় মামলা করা হয়।
ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, তদন্তের এক পর্যায়ে রূপনগর এলাকা থেকে তিন আসামিকে গ্রেপ্তার এবং অটোরিকশাটি উদ্ধার করা হয়। আসামিরা পেশাদার ছিনতাইকারী। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।