রাজধানীর হাজারীবাগের মনেশ্বর লেনে সাহাদাৎ হোসেন শান্ত (১৭) নামের এক কিশোরকে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা-পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু জব্দ করা হয়েছে।
গত শুক্রবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আসামিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)।
হাজারীবাগ থানা-পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে সাইকেল চুরি করতে হাজারীবাগের মনেশ্বর লেনের একটি বাসায় প্রবেশ করেন আসামি সিয়াম। বাড়ির মালিক আজাদ সিসিটিভি ক্যামেরায় সাইকেল চুরির বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করেন। চিৎকার শুনে ভুক্তভোগী শান্ত ও তার কয়েকজন বন্ধু চোরকে ধরতে আজাদের বাসার দিকে যায়। এ সময় সাইকেল রেখে দৌড়ে নতুন রাস্তার চাঁনপুর মসজিদের গলির একটি বাসায় ঢোকেন সিয়াম। শান্ত ও তার বন্ধুরাও ওই বাসায় প্রবেশ করে।
ওই বাসায় আগে থেকেই অবস্থান করছিলেন অপর আসামি শাকিল ও শুকুর। বাসায় ঢোকামাত্রই শান্তকে ছুরিকাঘাত করেন শুকুর। শান্তর বন্ধুদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে আসামিরা পালিয়ে যান। আহত অবস্থায় শান্তকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তাঁর মৃত্যু হয়।
ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, এ ঘটনায় হাজারীবাগ থানায় মামলা করেন ভুক্তভোগীর মা। তদন্তের এক পর্যায়ে তিন আসামিকে গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু জব্দ করা হয়।