নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ থেকে সরকারি সরঞ্জাম চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা-পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৩টি ট্যাব ও তিনটি ল্যাপটপ।
শনিবার (১৬ নভেম্বর) চরজব্বার থানা-পুলিশ জানায়, আসামি মো. মোস্তাফিজের (২৭) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা এলাকায়। তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য।
পুলিশ জানায়, গত ১৫ থেকে ১৭ আগস্টের মধ্যে সুবর্ণচর উপজেলা পরিষদের ডিজিটাল সেন্টারের কক্ষ থেকে ২৮টি ট্যাব চুরি যায়। এ ঘটনায় গত ২০ আগস্ট চরজব্বার থানায় মামলা করা হয়। তদন্তের এক পর্যায়ে আসামি মোস্তাফিজকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামি জানান, তিনি ওই সময় সুবর্ণচর উপজেলা পরিষদের ডিজিটাল সেন্টারের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তাঁর কাছে একটি ট্যাব ও তিনটি ল্যাপটপ আছে। অপর ২৭টি ট্যাব তিনি অনলাইনে ফেনী, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে বিক্রি করে দিয়েছেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ২২টি ট্যাব উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এ ছাড়া তাঁর কাছে থাকা একটি ট্যাব ও তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।